মহানন্দার শাখা নদী পূনর্ভবা। আর এই পূর্নভবা নদীর তীরে ১নং নিতপুর ইউনিয়ন পরিষদ
১) ১নং নিতপুর ইউনিয়নের সীমানা: ইউনিয়নের পূর্বে পোরশা থানা, পশ্চিমে পূর্নভবা নদী, উত্তরে নিতপুর উচ্চ বিদ্যালয়, দক্ষিণে পোরশা উপজেলা পরিষদ।
২) ইউনিয়ন পরিষদের আয়তন – এক একর।
৩) লোক সংখ্যা – পুরুষ- ২৫,২৭৯ জন, মহিলা-২৪,৯০৫ জন
মোট-৫০,১৮৪ জন
৪) গ্রামের সংখ্যা – ৩৮টি।
৫) মৌজার সংখ্যা -২১টি ।
৬) হাট/বাজার সংখ্যা -২টি
৭) উপজেলা সদর থেকে যোগাযোগ ও মাধ্যম –সড়ক যোগাযোগ; মাধ্যম হলো:-বাস/ভ্যান।
৮) শিক্ষা প্রতিষ্ঠান:
(ক) সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১১টি,
(খ) বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০২টি,
(গ) নিম্ন মাধ্যমিক বিদ্যালয়- ০১ টি
(ঘ) উচ্চ মাধ্যমকি বিদ্যালয়ঃ ০২ টি,
(ঙ) কলেজ- ০১ টি
(চ) মাদ্রাসা- ১০ টি।
৯) বর্তমান দায়িত্বরত চেয়ারম্যান –মোঃ এনামুল হক।
১০) নব গঠিত পরিষদের বিবরণ –
ক) শপথ গ্রহণের তারিখ –১৬/০২/২০২২ ইং
খ) প্রথম সভার তারিখ ১৭/০২/২০২২ইং
গ) মেয়াদ উর্ত্তীনের তারিথ –১৭/০২/২০২৬ ইং
১১) ইউনিয়ন পরিষদের জনবল –
ক) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।
খ) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।
গ) হিসাব সহকারী কম-কম্পিউটার -১ জন
ঘ) ইউ ডি সি উদ্যোক্তা - ২ জন
ঙ) ইউনিয়ন গ্রাম পুলিশ – ১০ জন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস