২০১১-২০১২ অর্থ বছরের এডিপির ২য়, তয়, ৪র্থ ও বিশেষ কিস্তর প্রকপ্ল সমূহ নিম্নরুপ
(১) ২নং ওয়ার্ডের সানাউল্লাহর মোড় হইতে দাউদ চেয়ারম্যানের বাড়ি পর্যন্ত রাস্তা HBBকরন।
(২) ৬নং ওয়ার্ডের বাসেদের বাড়ি হইতে কুসুমকলি পর্যন্ত রাস্তা HBBকরন।
(৩) ৭নং ওয়ার্ডের আবু বাক্কার মাষ্টারেরে বাড়ি হইতে রশিদের বাড়ি পর্যন্ত রাস্তা HBBকরন।
(৪) দিঘিপাড়া জামে মসজিদ হইতে লকুর বাড়ি পর্যন্ত রাস্তা HBBকরন।
(৫) ৪নং আনিসুরের বাড়ি হইতে শফিকুলের বাড়ি পর্যন্ত রাস্তা HBBকরন।
(৬) ৫নং ওয়ার্ডের নুর ইসলামের বাড়ির নিকট (২x২) ফিট ফুকারের কালভাট নির্মান।
(৭) ৫নং সাধনের বাড়ির নিকট ড্রেন পারাপারের জন্য ১টি ফুট স্লাপ নির্মান।
(৮) ১নং নিতপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উঁচু নিঁচু বেঞ্চ সরবরাহ।
(৯) ৬নং ওয়ার্ডের খলিলের বাড়ি হইতে বাদশার বাড়ি পর্যন্ত রাস্তা ড্রেন নির্মান।
(১০) কালাইবাড়ি হঠাৎপাড়া রাস্তায় ইউ ড্রেন নির্মান।
(১১) দোয়ারপাল ইদ্রিস হাজীর বাড়ির পাশে রাস্তায় ড্রেন নির্মান।
(১২) যুগিডাঙ্গা পশ্চিম প্রান্তে আনারুলের বাড়ির নিকট ড্রেন নির্মান।
(১৩) বিষ্ণপুর দীঘিপাড়া রাকিমের বাড়ির পাশে (২x২) ফিট ফুকারের কালভাট নির্মান।
(১৪) চকবিষ্ণপুর টকটকি পাড়া রাস্তায় (২x২) ফিট ফুকারের ইউ ড্রেন নির্মান।
(১৫) শোভাপুর আকালুর বাড়ির পাশে ১টি নলকুপ স্থাপন।
(১৬) শোভাপুর তাজেল গোয়ালের বাড়ির পাশে ১টি নলকুপ স্থাপন
(১৭) সুহাতী গ্রামের পূর্ব পাশে রাস্তায় (২x২) ফিট ফুকারের ইউ ড্রেন নির্মান।
(১৮) ফকির পাড়া মসজিদের পাশে ১টি নলকুপ স্থাপন।
(১৯) হকের সেন্টারের পাশে রাস্তায় (২x২) ফিট ফুকারের ইউ ড্রেন নির্মান।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস