সিটিজেন চার্টার:
সিটিজেন চার্টার
|
১. সকল শ্রেনীর কৃষকদের চাহিদা ভিক্তিক সেবা প্রদান। ২. কৃষি গবেষানর চাহিদা নিরুপন এবং উদ্ভাবিত প্রযুক্তি চাষীদের দোরগোরায় পৌছানো,জনপ্রিয় করন ও প্রয়োজনীয় সহায়তা করন। ৩. কৃষি সম্প্রসারন কর্মী ও কৃষকদের দক্ষতা উন্নয়ন । ৪. কৃষি ভিক্তিক বানিজ্য সম্প্রসারনরে সহায়তা প্রদান। ৫. কৃষি তথ্য প্রযুক্তি উন্নয়ন ও সহজ ব্যবহারে কৃসকদের সহায়তা প্রদান। ৬. উৎপাদন সমস্যাদি চিহ্নিত করন ও সমাধানের সংশ্লিষ্ট সংস্থার সংগে সমন্মিত কার্যক্রম গ্রহন। ৭. কৃষি উপকরনের চাহিদা নিরুপন, প্রাপ্যতা ও সুষম ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধকরন ৮. নারীকে কৃষির মূল স্রোতে সংশ্লিষ্ট করন ও নারীর ক্ষমতায়নে সহায়তা করন। ৯. দুর্য্যেগ ব্যবস্থাপনা, কৃষি পূনর্বাসন ও কৃষি ঋন প্রাপ্তিতেকৃসকদের সহায়তাপ্রদান। ১০. কৃষি পন্য ও উপকরনের মান নিয়ন্ত্রন। ১১. সমন্বিত ভাবে পরিবেশ বান্ধব কৃষি সম্প্রসারন। ১২. সকল শ্রেনীর কৃষকদের সথে কাজ করা।
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস