Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে নিতপুর ইউনিয়ন

মহানন্দার শাখা নদী পূনর্ভবা। আর এই পূর্নভবা নদীর তীরে ১নং নিতপুর ইউনিয়ন পরিষদ


১) ১নং নিতপুর ইউনিয়নের সীমানা: ইউনিয়নের পূর্বে পোরশা থানা, পশ্চিমে পূর্নভবা নদী, উত্তরে নিতপুর উচ্চ বিদ্যালয়, দক্ষিণে পোরশা উপজেলা পরিষদ।


২) ইউনিয়ন পরিষদের আয়তন – এক একর।


৩) লোক সংখ্যা – পুরুষ- ২৫,২৭৯ জন,     মহিলা-২৪,৯০৫ জন


                      মোট-৫০,১৮৪ জন


৪) গ্রামের সংখ্যা –  ৩৮টি।


৫) মৌজার সংখ্যা -২১টি ।


৬) হাট/বাজার সংখ্যা -২টি


৭) উপজেলা সদর থেকে যোগাযোগ ও মাধ্যম –সড়ক যোগাযোগ; মাধ্যম হলো:-বাস/ভ্যান।


৮) শিক্ষা প্রতিষ্ঠান:   


(ক) সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১১টি,


(খ) বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০২টি,


 (গ) নিম্ন মাধ্যমিক বিদ্যালয়- ০১ টি   


(ঘ) উচ্চ মাধ্যমকি বিদ্যালয়ঃ ০২ টি,


 (ঙ) কলেজ- ০১ টি


(চ) মাদ্রাসা- ১০ টি।


 ৯) বর্তমান দায়িত্বরত চেয়ারম্যান –মোঃ এনামুল হক।


১০) নব গঠিত পরিষদের বিবরণ –


ক) শপথ গ্রহণের তারিখ –১৬/০২/২০২২ ইং


 খ) প্রথম সভার তারিখ ১৭/০২/২০২২ইং


 গ) মেয়াদ উর্ত্তীনের তারিথ –১৭/০২/২০২৬ ইং


 ১১) ইউনিয়ন পরিষদের জনবল –


 ক) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।


  খ) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।

গ) হিসাব সহকারী কম-কম্পিউটার -১ জন

ঘ) ইউ ডি সি উদ্যোক্তা - ২ জন

ঙ) ইউনিয়ন গ্রাম পুলিশ – ১০ জন।